গাবতলীতে ভূমিহীন সমিতির মতবিনিময় সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:11 PM, 25 June 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শনিবার বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটি কার্যালয়ে বাংলাদেশ ভূমিহীন সমিতির সাথে সরকারী বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমিহীন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি কালু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুবল সরকার, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, আঃ হান্নান, অধ্যক্ষ কামরুল ইসলাম রানা, উষা এনজিও’র নির্বাহী পরিচালক এম ফজলুল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মুকুল, ভূমিহীন সমিতির কেন্দ্রীয় নেতা আহাদুজ্জামান আহাদ, জায়েদা খাতুন। সভায় বক্তারা বলেন, কৃষকদের জন্য যেসব সুযোগ-সুবিধা আছে কৃষকরা তা ঠিকমত বুঝে নিতে পারে না। বিভিন্ন সরকারী বিভাগ যেমন- কৃষি বিভাগ, সমবায় বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ থেকে যে সকল সেবা দেয়া হয় তা আসলে কৃষকদের কাছে ঠিকমত পৌছে না। বক্তাগণ বলেন, ক্ষুদে কৃষকদেরকে তাদের অধিকার বুঝে নিতে আরও সচেতন ও সংঘঠিত হতে হবে।

আপনার মতামত লিখুন :