গাবতলীতে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বের ন্যায় স্বয়ংক্রিয়ভাবে সকলের সাথে মূল বেতনের পাঁচ পারসেন্ট প্রবৃত্তি ও বৈশাখী ভাতা কার্যকরসহ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়ার গাবতলী উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ (ইউএনও উপস্থিত না থাকায়) ইউএনও’র অফিস সুপার আব্দুল কাইয়ুমের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন পালন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এমদাদুল হক, সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মজনুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষকগণ।