গাবতলীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ইউএনও’র অনুদান প্রদান
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ গতকাল বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বেচ্ছাধীন তহবিল থেকে তিন জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হলেন নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের ইউনুছ উদ্দিন, নাড়–য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সিরাজুল ইসলাম ও দূর্গাহাটা ইউনিয়নের দুর্গহাটা গ্রামের ভুলু মোলা। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যাবসায়ী ও ঠিকাদার এমরান হোসেন রিবন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আলম চান্দু, ডেপুটি কমান্ডার মাহবুব আলম , সহকারী কমান্ডার আয়ের উদ্দিন প্রমূখ। শেষে বিশিষ্ঠ ব্যাবসায়ী ও ঠিকাদার এমরান হোসেন রিবন যুদ্ধাহত তিন জন মুত্তিযোদ্ধাদের পাঁচ শত টাকা করে অনুদান প্রদান করেন।