গাবতলীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) থেকে আতাউর রহমান ঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে মহিষাবান ইউনিয়ন যুবলীগ, জমিয়াতুল মোদার্রেছীন ও প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিকেলে উপজেলার মহিষাবান ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গোলাবাড়ী বন্দরে মানববন্ধন শেষে সমাবেশ ইউনিয়ন যুবলীগের সভাপতি শংকর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, সিনিয়র সহ-সভাপতি আব্দুলাহেল বাকী, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফ, অর্থবিষয়ক সম্পাদক শ্যামল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন, পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরণ, সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়ন, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, আফছার উদ্দিন মাদু, যুবলীগ নেতা পলাশ রায় পলান, সুলতান মাহমুদ, আশাদুল, মোন্তেজার, সুজন, মেঘনা, আজিজুল, সোহাগ, শ্রমিকলীগ নেতা স্বপন অধিকারী, বাবু, কৃষকলীগ নেত দৌলত, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদুল, আজিজার, ছাত্রলীগ নেতা রিপন, নিবীর, রায়হান, সুজিদ, টমি, সৈনিকলীগ নেতা গোলাম রাব্বী প্রমূখ। অপরদিকে এরআগে থানার তিনমাথার মোড়ে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজনে উপজেলার ২৮টি দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার শতশত শিক্ষকবৃন্দ মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারী আঃ হাই বারী, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুলাহেল বাকী, উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি মাওঃ আব্দুর রহিম, সেক্রেটারী অধ্যক্ষ রেজাউল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন প্রমূখ। এছাড়াও উপজেলা পরিষদ গেটের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাদেমুল হক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বপন, শিক্ষক নেতা হাসানুজ্জামান রতন, খায়রুল প্রমূখ।