গাবতলীতে সাংবাদিক কন্যা অনন্যা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:38 PM, 01 January 2016


আতাউর রহমান!! গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ প্রাইমারী সমাপনি পরীক্ষায় বগুড়ার গাবতলী দৈনিক আমার দেশ প্রতিনিধি ও গাবতলী মডেল প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলামের প্রথম কন্যা মনিরা আইরিন অনন্যা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। গাবতলী আইডিয়াল কিন্ডার গার্ন্টেন কেজি স্বুল থেকে মনিরা আইরিন অনন্যাসহ ২৩ প্রাইমারী সমাপনি পরীক্ষায় অংশ নিয়েছিল। এই কেজি স্কুলের ২৩ জনই জিপিএ-৫ পেয়ে শতভাগ ফলাফল অর্জন করে। অনন্যা’র ভালো ফলাফলের জন্য স্কুলের সকল শিক্ষক, গৃহ শিক্ষক মেজবাউল হক ইতি ও পিতা মাতার কাছে কৃতজ্ঞ। সে সকলের দোওয়া প্রার্থী।

আপনার মতামত লিখুন :