গাবতলীতে সাবেক এমপি লালু’র মায়ের ২৩তম মৃত্যু বার্ষিকী পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:42 PM, 18 February 2016
VLUU L100, M100 / Samsung L100, M100

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা’য় বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র মাতা মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলাকোপা গ্রামের বাড়ী আজাদ মঞ্জিলে কোরানখানী, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও গরীব-দুস্থদের মাঝে চাল এবং মিষ্টিসহ নগদ অর্থবিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রীণ কলাকোপা এষ্টেট কো-চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, মহাপরিচালক (ভারপ্রাপ্ত) শামছুন নাহার তালুকদার, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ডক্টর তাজমেরী ইসলাম, পরিচালক মন্ডলীর সদস্য ও মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, দৈনিক উত্তর কোণ পত্রিকার নির্বাহী সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয় প্রমূখ।

আপনার মতামত লিখুন :