গাবতলীতে স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আঃ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, পৌর মেয়র সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, এমআরএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু, পৌর কাউন্সলর তাজুল ইসলাম, সোহেল রানাসহ আরও অনেকে। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।