গাবতলীতে ১ কেজি ৩‘শ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:21 PM, 02 May 2016

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধি-বগুড়ার গাবতলী পলি থেকে ১ কেজি ৩‘শ গ্রাম গাঁজা ও দাঁড়িপালাসহ উদয় রায় চৌধুরী(৫৫) নামক এক গাঁজা ব্যবসায়ীকে বগুড়া আর্মস ব্যাটালিয়ান পুলিশ গ্রেফতার করে গাবতলী থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী উপজেলার কাগইল ইউনিয়নের কাগইল গ্রামের মৃত কিশোরী প্রসাদ রায় চৌধুরীর ছেলে। গতকাল ৩০ এপ্রিল বগুড়া আর্মস ব্যাটালিয়ান পুলিশের একটি দল সকাল অনুমান ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ীতেই বিক্রিকালে হাতে নাতে ব্যাবসায়ী উদয়কে উলেখিত গাঁজা, দাঁড়ি পালা, ও ১০০, ৫০ ও ২০ গ্রাম বাটখারাসহ আটক করে। পরে তাকে গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে এসআই আজগর আলী বাদী হয়ে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে বলে ডিউটি অফিসার জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :