গাবতলীতে ২দিনব্যাপী ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:13 PM, 21 January 2017

গাবতলী (বগুড়া)থেকে আতাউর রহমান ঃ গতকাল শনিবার বগুড়া গাবতলীর সদর ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে আয়োজিত মৃত মোসলেম উদ্দিন খন্দকারের স্মরণে পাঁচ গ্রামের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই ফিতা কেটে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএমএ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। থানা পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের অফিসার ছানাউল হক ছানা, সদর ইউপির সাবেক চেয়ারম্যান নূরুন্নবী প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি শফিকুল আলম নয়ন, স্থানীয় ইউপি সদস্য নার্গিস, সমাজসেবক আনোয়ার হোসেন, থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান কামাল, গুটুল, খন্দকার সোহেল আরমান, আশরাফুল আলম খোকন, সোহেল রানা, মামুনুর রশিদ জেপু, মুক্তার হোসেন, চন্দন, ঘৌড় দৌড় প্রতিযোগিতার উদ্যোক্তা বুলু মিয়া প্রমূখ। শেষে অতিথিবৃন্দ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :