গাবতলীতে ৩য় শ্রেণীর মাদ্রাসার ছাত্রী নিখোঁজ থানায় জিডি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:03 PM, 07 February 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর নশিপুর বালুপাড়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার চৈতি আক্তার সিম্মী (৯) নামের৩য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। চৈতি গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের গাজী সরকারের মেয়ে। জানা গেছে, উলেখিত চৈতি আক্তার সিম্মী গত ২জানুয়ারী দুপুরে বান্ধবীর বাড়ী যাওয়ার কথা বলে বাড়ী থেকে চলে যায়। এরপর সে আর বাড়ী ফিরেনি। চৈতি আক্তার সিম্মীর সন্ধান চেয়ে আশপাশ এলাকায় মাইকিং করা হয়। এরপরেও কোন খোঁজ না পেলে নিখোঁজের নানী মোর্শেদা বেগম গত ৭ফেব্র“য়ারী গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন-যার জিডি নং ২৩৮। চৈতি আক্তার সিম্মীর উচ্চতা ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজ চৈতি আক্তার সিম্মীর সন্ধান পেলে তাঁর মা আর্জিনার মোবাইল (০১৭৯৮-৫৪৮০৬৮) ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :