গাবতলীর আটবাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বগুড়া গাবতলীর আটবাড়িয়া আশমোতুল্বা বালিকা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার আব্দুর রহমানের ব্যবস্থাপনায় সভাপতি আলহাজ্ব আবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-জয়পুরহাট এলাকার সাবেক সংসদ বেগম কামরুন্নাহার পুতুল। এ সময় বরেন্য অতিথি বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা,ইউপি সদস্য আশরাফুল ইসলাম,নাজমা রশিদ,সংরক্ষিত মেম্বার পদ-প্রার্থী রোকসানা আজিজ,অভিভাবক সদস্য ইয়াকুব আলী,ইয়াছিন আলী,সিদ্দিক মোল্বা,আব্দুর রাজ্জাক, ফেরদাউস আলম,ইয়াদ আলী, বিলকিস বেগম ক্রীড়া পরিচালক সহকারী শিক্ষক শরীর চর্চা ইউসুফ আলী প্রমূখ। শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।