গাবতলীর কমারচট্র মহাশ্বশানে পূর্নস্নান উপলক্ষে রাজা হরিশপালা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:42 PM, 12 October 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কামারচট্র মহাশ্বশানে ৬ষ্ঠ অধিবেশন পূর্নস্নান উপলক্ষে বৃহস্পতিবার রাজা হরিশপালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো সনাতন ধর্মের ভক্তবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তব্য কামারচট্র মহাশ্বশান কমিটির সভাপতি বাবু নিরাঞ্জন কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সোনারায় ইউপি সদস্য সফিকুল ইসলাম পাশা, মহাশ্বশান কমিটির সহ-সভাপতি সুকুমার মাস্টার,সেক্রেটারী উজ্জল চন্দ্র সরকার, মহাশ্বশান কমিটির সদস্য হরিশ চন্দ্র চাকী, ডাঃ অমল চন্দ্র বল, দেবেন্দ্র চন্দ্র, চিত্ররঞ্জন পাল, গোবিন্দ চন্দ্র, দেব রঞ্জন সরকার হীরা, গোপাল চন্দ্র, বাদল চন্দ্র, পলাশ চন্দ্র, ডাঃ মানিক চন্দ্র, সুনিল দত্ত প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলন করেন কৃষ্ণ চন্দ্র। সকালে মহাশ্বশানে ভক্তরা পূর্নস্নান করে এবং সকল অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :