গাবতলীর কাগইলে অষ্টপ্রহর ব্যাপি লীলা কির্তন অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:25 PM, 02 May 2016

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী কাগইলের বেলতলা শ্রীশ্রী নিমাই চাঁদ গোসাই আখড়া(আশ্রাম) এ অষ্টপ্রহর ব্যাপি লীলারস কির্তন অনুষ্ঠিত হয়েছে। বেলতলা সনাতন ধর্ম যুবসমাজের আয়োজনে গত ১লা মে মহাপ্রভুর ভোগমহোসৎ অনুষ্ঠানের মধ্যেদিয়ে শেষ হলো লীলারস কির্তনের সকল আনুষ্ঠানিকতা। দুর-দুরান্ত হতে হাজারো ভক্তবৃন্দ লীলারস কির্তন শ্রবন করতে আসেন। লীলারস কির্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাবতলী উপজেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ চন্দ্র শেখর রায়। এসময় বগুড়া লাহিড়ীপাড়া পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র সরকার,বাংলাদেশ মফস্বর সাংবাদিক ফোরার বগুড়ার সভাপতি আতাউর রহমান,হরিবাসর কমিটির সভাপতি শ্যামল মহন্ত,সাধারন সম্পাদক অনিল চন্দ্র সরকার, কোষাধক্ষ সুভাষ সরকার,সদস্য নিহার,অন্তিম,কৃষ্ণ কুমার,চন্দনসহ বিভিন্ন রাজনৈতি দলের নেতৃবৃন্দ এবং এলাকার সনাতন ধর্মীয় লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :