গাবতলীর কাগইলে করুনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:01 AM, 21 August 2016

গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শনিবার বগুড়া গাবতলীর কাগইলে লাল সবুজ ক্রিড়া সংঘের আয়োজেনে করুনা কান্ত গোল্ডকাপ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুল হক সুইট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগইল লাইফ স্টাইল কোচিং সেন্টরের নির্বাহী পরিচালক আবু শাহিন। এসময় থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অংকুর আহম্মেদ, প্রাক্তন ফুটবলার দেবাশীষ রায় টাবলু, ছাত্রলীগনেতা শামিম,রায়হান,ক্লাবেব সভাপতি আল আমিন ও সাধারন সম্পাদক সান্না মিয়া। ধারা বর্ননায় সাংবাদিক রফিকুল ইসলাম। খেলায় গাবতলী খেলোয়ার কল্যান সংঘ বনাম সোনাতলার বুনাতলা খেলোয়ার কল্যান সংঘ অংশ গ্রহন করেন।

আপনার মতামত লিখুন :