গাবতলীর কাগইলে দুস্থ্যদের ভিজিডি কার্ডের চাল প্রদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:12 PM, 16 March 2017

গাবতলী (বগুড়া)প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল ইউপির ১শ’৫০জন দুস্থ্য মানুষের মাঝে ভিজিডি কার্ডের প্রদান করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। এছাড়াও উপজেলা রিসোর্ট সেন্টার কর্মকর্তা ও কাগইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আজিজুল রাবী,্ ইউপি সদস্য বেলাল হোসেন, সাজেদুর রহমান শামিম, মিকরাইল ইসলাম, আব্দুল বাছেত দুলু, আব্দু বক্কর ছিদ্দিক, আব্দুল হান্নান, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, আবু সাইদ, খাতিজা বেগম, মাহমুদা বেগম, নাছিমা আকতার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :