গাবতলীবগুড়ার-সংবাদ
গাবতলীর কাগইলে ব্যাবসার পাটনারকে বাদ দিতে চুরির নাটক
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল বাজারে যৌর্থ পরিচালনায় ব্যাবসার পাটনারকে বাদ দিতে দোকান চুরির নাটকের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার কাগইল বাজারে ভাড়া দোকানে মামা ওবাইদুল ও ভাগ্নে মানিক মিয়ার যৌর্থ পরিচানায় মুদি দোকান চুরির হওয়ার রটনা রটায়। তার আগের দিন বৃহস্পতিবার মামা ভাগ্নে ব্যবসা হিসাব নিকাশ সংক্রান্ত উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও দোকান ভাগ বাটোয়ারা করে নেওয়ার বিষয়ে বিবাদ হয়। এবং ঐ দিন রাতেই দোকান ঘরের ছাউনির একটি প্লাস্টিকের টিন ভাংগা দেখা যায় এবং দোকান চুরি হয়েছে বলে রটানো হয় এবং বাজারের উক্ত অংশের নাইট গার্ডের অবহেলার কথা বলা হয়। এঘটনায় স্থানীয় ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ বৈঠক করে আসল বিষয় ব্যবসার পাটনারকে ব্যবসা থেকে সরানোর কৌশল দোকান চুরির নাটক বলে জানান।