গাবতলীর কাগইলে সম্মন্বিত পুষ্টি প্রকল্প কৃষক উদ্বৃদ্ধকরন
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়া গাবতলীর কাগইলে সম্মন্বিত পুষ্টি প্রকল্প কৃষক উদ্বৃদ্ধকরন-২ এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের পুষ্টি বিষয়ে মাঠ পর্যায় অভিহিতকরন করা হয়েছে। নীলফামারী কৃষি স্মপ্রসারন অধিদপ্তরের সহযোগিতায় ডিমলা এলাকার ৬০জন কৃষকদের পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। মাঠ পর্যায়ে সরাসরি কৃষকদের সাথে মতবিনিময় করেন নীলফামারী কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ডি.এম ইদ্রিস আলী । এসময় গাবতলী উপ-সহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুন মহল তুলি, জাহেদুর রহমান, কাগইল এলাকার ষ্ট্রবেরী চাষী রুহুল আমিন, রেজাউল করিম, আব্দুল খালেক, বাবলু মিয়া, ভোলা সরদার প্রমূখ।