গাবতলীর কাগইলে ৪০দিনের কর্মসৃজন কর্মসূচী কাজের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:52 PM, 21 January 2017

গাবতলী (বগুড়া) থেকে আতাউর রহমান ঃ গতকাল শনিবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ সরকার প্রদত্ত ৪০দিনের কর্মসৃজন কর্মসুচী কাজের উদ্বোধন করেন কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইদ আহম্মেদ,আব্দুল বাছেত দুলু,সাজেদুর রহমান শামীম,সাইফুল ইসলাম,আব্দুল হান্নান,বেলাল হোসেন, মিকরাইল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক,আমজাত হোসেন, সংরক্ষিত মহিলা সদস্যা নাছিমা খাতুন,খাতিজা বেগম,মাহমুদা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :