গাবতলীর কাগইলে ৮ম অধিবেশনে বাসন্তী পুজো অনুষ্ঠিত

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দিপনা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হলো বাসন্তী পুজো। ভুতপূর্ব গাবতলীর কাগইল জমিদারবাড়ীর গোবিন্দ মন্দির আঙ্গিনায় ৮ম অধিবেশনে বাসন্তী পুজোর সকল আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্যেদিয়ে শেষ হলো পুজো। পুজো কমিটির সভাপতি সুজনসরকার,সহসভাপতি নিতাই কৃষ্ণ,কোষাধক্ষ সাগর দাস,সদস্য রতন কুমার,উজ্জল কুমার,দুলাল কুমার,টগর কুমার সঞ্জয় কুমার ও গৌতম কুমার জানান, প্রতিবারের ন্যায় আমারা সকলের সহযোগিতায় বাসন্তী পুজো সফলভাবে