গাবতলীর কাগইল ইউপির ১ কোটি ৫৩ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:37 AM, 29 May 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল ইউপির ২০১৭-২০১৮অর্থ বছরের জন্য ১কোটি ৫৩ লক্ষ ১৬হাজার ৬৬০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার ইউপি হলরুলে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি সচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্যা মাহমুদা বেগম, খতিজা বেগম,নাছিমা বেগম । এসময় ইউপি সদস্য আব্দুল বাছেদ দুলু, সাজেদুর রহমান শামিম,বেলাল হোসেন,মিকরাইল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক,আমজাদ হোসেন,আবু সাইদ,সাইফুল ইসলাম,আব্দুল হান্নান,সমাজ সেবক মোকলেছার রহমান নুনু,আনোয়ার হোসেন, রইচ উদ্দিন,গাজীউর রহমান,আনারুল ইসলা,নবির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :