গাবতলীর কামাচট্র মহাশ্বশানে পূণ্যস্নান কির্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল শনিবার বগুড়া গাবতলীর কামারচট্র মহাশ্বশানে পূণ্যস্নান কির্তন ভোগ মহোৎসব অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহাশ্বশান কমিটির সভাপতি নিরাঞ্জন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি রামকৃষ্ণ বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি কমিশনার পতœী পিনতী রায় । এসময় মহাশ্বশান কমিটির সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র সরকার,অবঃ শিক্ষক বিনয় চন্দ্র দত্ত,শিক্ষক উৎপল চন্দ্র,কমিটির সদস্য হরি চন্দ্র,পলাশ চন্দ্র,ডাঃ মাণিক,চিত্যরঞ্জন সরকার,দেবেন্দ্র দাস,শ্যামল কুমার,গোবিন্দ্র চন্দ্র দাস,বাদল কর্মকর,অনন্ত চন্দ্র,পরিমল চন্দ্র,আপন চন্দ্র,দিপু চন্দ্র,অসিম চন্দ্র সরকার, দেবরঞ্জন সরকার হীরাসহ হাজার হাজার হিন্দু স¤প্রদায়ের ভক্তবৃন্দ।