গাবতলীর গোড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রবিবার বগুড়া গাবতলীর গোড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরকার আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিলটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহীদ, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মতি এবং সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির সফর সঙ্গী আবু তাহের, মুঞ্জুর মোরশেদ, স্থানীয় গণ্যমান্যের মধ্যে তাজুল ইসলাম, বারী তরফদার, আঃ বাছেদ, আঃ জলিল, ফোরকান আলী, শোভন প্রমূখ।