গাবতলীর দক্ষিনপাড়া ইউপির ১হাজার ২০জন দুস্থ্য মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:45 PM, 08 September 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়ায় ইউপির উদ্যোগে ১হাজার ২০জন দুস্থ্য মানুষের মাঝে সুষ্ঠভাবে ১০কেজি করে ভিজিএফ এর চালন বিতরন করা হয়ছে। চাল বিতরনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল,ট্যাগ অফিসার জাহিদ চৌধুরী, ইউপি সচিব মুঞ্জরুল আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন সরকার,সমাাসেবক মাহমুদুল হাসান চৌধুরী ডাবলু,মিজানুর রহমান হান্নান,তোবারক আলী, মোস্তাফিজার রহমান,ইউপি সদস্য ইসমি তারা বেগম,রানী রায়,লিমা বেগম, ইউপি সদস্য মতিয়ার রহমান, সেকেন্দার আলী,রায়হান কবির,আজাহার আলী,নুর মন্ডল মহিদুল সরকার,তরিকুল ইসলাম ,আব্দুল আউয়াল, ফারুক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :