গাবতলীর দূর্গাহাটা ইয়ুথ কয়্যারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইয়ুথ কয়্যারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দূর্গাহাটা হাইস্কুল মাঠে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য আজাহার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আঃ মতিন মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি এবং রাকাব এর গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দূর্গাহাটা ইয়ুথ কয়্যারের সভাপতি মিজানুর রহমান হান্নান ও সাধারণ সম্পাদক মনির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্গাহাটা সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এর পরিচালক স্বপন, প্রদীপ সংস্থার পরিচালক মিলটন, মুক্তিযোদ্ধা আঃ সালেক, আঃ রশিদ, সাবেক ইউপি সদস্য জুয়েল রানা, ইয়ুথ কয়্যারের আতিকুর রহমান আতিক, আবু বক্কর সিদ্দিক সাহিন, জুয়েল, শ্রমিকলীগ নেতা সাজু। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন আবু আছাদ।