গাবতলীর দেওনাই ও মীরপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ে বিনামুল্যে বই বিতরন উৎসব পালন
আতাউর রহমান!! গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বগুড়া গাবতলীর দেওনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামুল্যে পাঠ্য বই বিতরন উৎসব পালন করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজেদুর রহমান শামীমের উপস্থিতিতে বই বিতরন উৎসবে অন্যেদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা পারভিন,সহকারী শিক্ষক খায়রুল বাশার,পল¬বী রানী,আওয়ামীলীগনেতা লিটন কুমার,ছাত্রলীগনেতা আনিছার রহমান পাশা ও সমাজসেবক মকবুল হোসেন। অপরদিকে মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামুল্যে বই বিতরন উৎসব পালন করা হয়। প্রধান শিক্ষক বিশ্ব¤র দত্তের ব্যবস্থাপনায় বই বিতবনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুর সবুজ, ছাত্রলীগনেতা আশিকুর রহমান রুবেল,অভিভাবক সদস্য আব্দুল লতিফ,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জাহেদুল ইসলাম,রফিকুল ইসলাম ও রিতা রানী প্রমূখ।