গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ৫০ বর্ষপুতি উদযাপনের প্রস্তত কমিটি গঠন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ৫০ বর্ষপুতি উদযাপন লক্ষে গতকাল বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের সভাপতি সাব্বির হাসান জাফরু পাইকারের সভাপতিত্বে বর্ষপুতি উদযাপন সফল করার লক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহমুদুল হাসান মিঠু, আলীউল রেজা, আব্দুল হান্নান, আব্দুর রশিদ, রওশন আলম ,এম এ রশিদ. ডাঃ আশরাফুল ইসলাম রাজু, রবিউল ইসলাম, ইবনে রেজা মামুনার রশিদ, সাখাওয়াত হোসেন, মোফাজ্জল হোসেন, নামুল হক উকিল, জহুরুল ইসলাম উজ্জল, হারুনার রশিদ স্বপন, ইউনুস আলী, স্বúন মিয়া, গোবিন্দ প্রাং, নিহারঞ্জন, দেব রঞ্জন হীরা, উজ্জল হোসেন, ডাঃ অমল চন্দ্র, জাহাঙ্গীর আলম, রাসেল আহম্মেদ, সুমন , শাহিন, জহুরুল, মশিউর, শহিদুল ইসলাম প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে মতিয়ার রহমান মতিকে বর্ষপুতি উদযাপন কমিটির আহবায়ক মাহমুদুল হাসান মিটুকে যুগ্ম আহবায় করে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তত কমিটি গঠ করা হয়।