গাবতলীর রামেশ্বরপুর উত্তরপাড়া কাছেমিয়া বালিকা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:41 PM, 20 January 2016

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়া গাবতলীর রামেশ্বরপুর উত্তরপাড়া কাছেমিয়া বালিকা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা মকবুল হোসেন পাইকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের উদ্যোশে গঠনমুলক বক্তব্য রাখেন মালএশিয়া প্রবাসী রতন পাইকার, বিশেষ অতিথি প্রবাসী বজলুল রহমান,মাদ্রাসার সুপার ছামছুল আলম। এসময় ম্যানেজিং কমিটির সদস্য ছোলেমান আলী, জাহেদুল ইসলাম,রাজুমিয়া,হায়দার আলী,নাজমিন বেগম,আব্দুল মালেক, মুকুল হোসেন,শিক্ষক মনোয়ারা বেগম,রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন। শেষে দাখিল পরীক্ষার্থী বিদায়ী ছাত্রীদের পুষ্মমাল্য অর্পন এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :