গাবতলীর সরধনকুটি স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:09 PM, 23 March 2017

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা যুদ্ধ সময়ের স্মৃতিচারন উপলক্ষে গতকাল গাবতলীর সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে স্মৃতিচারন সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্বাধীনতা সম-সময়ের যুদ্ধের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ছাত্র/ছাত্রীদের মাঝে অভিহিত করেন স্বাধীনতা সম্মুখ যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী। এসময় বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মুহাঃ আবু মুসা, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম,সহ-সভাপতি ডাঃ শাহাদত হোসেন,সহকারী শিক্ষক হুমায়ন কবীর,মুন্নুজান বেগম, উম্মে ওবাইদা,তানভিজ আকতার, বাসন্তী রবি দাস, অভিভবক লেদা সরদার, আলম মন্ডলসহ স্থানীয় গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

আপনার মতামত লিখুন :