গাবতলীর সুখানপুকুরে দুস্থদের মাঝে গরু ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় গতকাল শনিবার বগুড়া গাবতলীর সুখানপুকুর শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে গরু ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এক কালিন উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহাদৎ জামান তারা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গ্লোাবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের পরিচালক আব্দুল মালেক সরকার মালু মাষ্টার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কোরিয়াস্থ ওই সংগঠনের চেয়ারম্যান ইউ সেং জু। সার্বিক ত্বত্তাবধানে ছিলেন কোরিয়ার ওই সংগঠনের বাংলাদেশের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবর রহমান ছোটন। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগ্ড়া,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার। অন্যান্যদের মধ্য ছিলেন বগুড়া সমবায় ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল মজিদ মন্ডল, বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজসেবক আবু আছাদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু,আ’লীগনেতা আলমগীর হোসেন, ডাঃ শাহাদৎ হোসেন,সাংবাদিক আল আমিন মন্ডল,আতাউর রহমানসহ শিক্ষক/শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কোরিয়ার ওই সংগঠনের আর্থিক সহযোগিতায় এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবর রহমান ছোটনের প্রচেষ্টায় জনপ্রতি ৭’শ টাকা করে দেড়শতাধিক গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে এক কালিন উপবৃত্তির অর্থ দেয়া হয়। এছাড়া প্রতিবন্ধী ও দুস্থদের স্বাবলম্বী করতে পূর্বের ন্যায় বিনামূল্যে বেশকিছু গরু বিতরণ করা হয়। ইতিপূর্বে উপজেলার বিভিন্ন এলাকায় ৩৬৭জন প্রতিবন্ধী ও দুস্থকে গরু প্রদান করা হয়েছিল। এখন তাদের অনেকে বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে। সমাজসেবক মাহবুবর রহমান ছোটনের সহযোগিতায় বিভিন্ন সময় গরু ছাড়াও উপবৃত্তির অর্থ, বস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণও করে দিয়েছেন তিনি (ছোটন)। এর ধারাবাহিকতায় সুখানপুকুরস্থ শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে আবারো নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে ফলক উন্মোচন ও তার কাজ শুরু হয়েছে।