গাবতলীর সোনারায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী স্থানীয় করিমপাড়া বিদ্যালয় মাঠে রোববার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক প্রভাষক রফিকুল ইসলাম। বরেণ্য অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ সাজ্জাদ জাহীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিনাত আলম, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির সভাপতি ও গাবতলী প্রেসক্লবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা। অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন শিক্ষক নেতা হাসানুজ্জামান রতন, শফিকুল ইসলাম শফিক, মোহাম্মাদ আলী, সানোয়ার হোসেন, জাহেদুল ইসলাম, ইমরুল পারভীন, আমেনা বেগম, কামরুন্নাহার লিপি, হুমায়ন কবীর, হারুনুর রশিদ, আবু তাহের, মাসুদ রানা প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।