গাবতলী উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি মাসিক সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:33 PM, 27 January 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি মাসিক সভা ইছামতি হল রুমে নির্বাহী কর্মকর্তা মহাঃ আহসান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল মজিদ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম, চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম পিন্তুুল, আব্দুল মতিন মিঠু, মোতাহার হোসেন, গাবতলী মডেল থানার এসআই আবু জাররা, লাইট হাউজের জাষ্টিস ফর অল প্রকল্পর উপজেলা কো অডিনেটর রেনুকা ইয়াছমিন প্রমূখ।

আপনার মতামত লিখুন :