গাবতলী কলেজ ছাত্রদলের উদ্যোগে কেক কর্তন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:42 PM, 25 November 2016

আতাউর রহমান!! গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্ম উৎসব পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া শেষে কেক কাটা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল শাখার সভাপতি চঞ্চল কুমার দেব, ছাত্রদল নেতা আঃ ওহাব, মুক্তদির, মোহাম্মাদ, মিঠুন, ঝিমুন, আতিকুল, আঙ্গুর, রিয়েল, শহীদ, রনি, ছোয়াত, তাহের, বিপুল প্রমূখ।

আপনার মতামত লিখুন :