গাবতলী কাগইলের বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা মোল্বা মারা গেছেন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:06 PM, 17 September 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল­া সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নায়েব উল­া মোল্বা দ্বিতীয় ছেলে বিশিষ্ট সার কিটনাশন ব্যবসায়ী আবু মুছা মোল্বা গত ১২সেপ্টেম্বর হৃদ ক্রিড়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন, ইন্নলিল­াহী ……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৬৭ বছর। সে তার বৃদ্ধা মা, স্ত্রী, ১পুত্র ও ১কন্যা জামাতা,নাতী,ভাই, বোন, আত্তীয় স্বজন,বন্ধু বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিনেই বাদ আসর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :