গাবতলী কাগইলের বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা মোল্বা মারা গেছেন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল নায়েব উলা সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নায়েব উলা মোল্বা দ্বিতীয় ছেলে বিশিষ্ট সার কিটনাশন ব্যবসায়ী আবু মুছা মোল্বা গত ১২সেপ্টেম্বর হৃদ ক্রিড়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন, ইন্নলিলাহী ……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৬৭ বছর। সে তার বৃদ্ধা মা, স্ত্রী, ১পুত্র ও ১কন্যা জামাতা,নাতী,ভাই, বোন, আত্তীয় স্বজন,বন্ধু বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিনেই বাদ আসর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়েছে।