গাবতলী কাগইলে এসএসসি ভোকঃ পরীক্ষা শুরু
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় এবারেও বগুড়া গাবতলীর কাগইল নায়েব উলা সিনিয়র আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এস.এস.সি (ভোক)পরীক্ষা শুরু হয়েছে। এ কেন্দ্রে মোট ৯৭জন পরীক্ষার্থী অংশ নেন এর মধ্যে ১জন অনুস্থিত ছিলেন। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোবারক আলী মন্ডল। কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সমবায় অফিসার সাবিহা আফরোজ। আইন শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ দায়িত্ব পালণ করেন।