গাবতলী কাগইলে গলায় দড়ি দিয়ে গৃহবধুর আত্নহত্যা
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের বুজরুক কাগইল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী রহিমা বেগম গতকাল মঙ্গলবার নিজ ঘরের শ্বয়ন ঘরের তীরের সাথে গলায় দিয়ে দিয়ে আতœহত্যা করেছে। স্থানীয় প্রতিবেশীরা জানায় গতকাল মঙ্গলবার সকালে রান্না করে খাওয়ার পর পরিবারের লোকজন বাহিরে গেলে সে ঘড়ে ঢুকে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। তার আতœহত্যার সঠিক কারন কেউ জানেনা বলেও জানাগেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। লাশ উদ্ধারের সময় পুলিশ মৃত রহিমার ঘড় থেকে কোট এভিডেভিটের পঞ্চাশ টাকা মুল্যের একটি নন জুডিশিয়াল ষ্ট্যাম্প(কাগজ) উদ্ধার করে, সে এভিডেভিটের তথ্যানুযায়ী জানাযায় মৃত রহিমা বেগম নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার আলাইয়ারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে । এঘটনার পর থেকে রহিমার স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছে। স্থানীয় কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, ইউপি সদস্য মিকরাইল ইসলাম রুবেল, সাজেদুর রহমান শামিম,আবু বক্কর ছিদ্দিক ঘটনার স্থল পরিদর্শন করেছে।