গাবতলী থানা বিএনপির দোয়া ও মিলাদ মহফিল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:16 PM, 26 January 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১ম মৃত্যবাষির্কী উপলক্ষে গতকাল বগুড়ার গাবতলী থানা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে জয়ভোগা মাদ্রসায় দোয়া ও মিলাদ মহফিল বিএনপির সিনিয়র নেতা আবুল হোসেন মোলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে দোয়া করেন থানা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, তাহের, আতিক, মোস্তাফিজার রহমান রন্জু, নজরুল ইসলাম টুকু,মোমিন, রব্বানী, হিরু, মুন্জু, রাজা আব্দুল কুদ্দুস, মকবুল হোসেন, শহিদুল ইসলাম যুবদল নেতা এমআর ইসলাম রিপন, হারুন আর রশিদ, মিজানুর রহমান মিন্টু, আতোয়ার রহমান, বাসার ছাত্রদল নেতা রুহুল হাসান রুহিন, আশরাফুল ইসলাম, নাবিব, পলাশ,জাকিরুল জীয়া পরিষদ নেতা অধ্যাপক নজমল, আব্দুল গফুর টুকু প্রমূখ।

আপনার মতামত লিখুন :