গাবতলী পাইলট হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রবিবার বগুড়া গাবতলী পাইলট হাইস্কুলের ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রামকৃষ্ণ বর্মন, থানার ওসি শাহিদ মাহমুদ খান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মিলি বেগম, সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রবীন শিক্ষক বুদু মাষ্টার প্রমূখ। ক্রীড়া পরিচালনা ছিলেন শরীরচর্চা শিক্ষক আব্দুর রাজ্জাক। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।