গুড়া এরুলিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ লতিফ মন্ডলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ আগামী ৪ঠা জুন বগুড়া সদর উপজেলার ইউপি নির্বাচনে এরুলিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ লতিফ মন্ডলের নির্বাচনী প্রচারনা সভা আলহাজ্ব খয়বর আলীর সভাপতিত্বে শুক্রবার বিকাল ৩.৩০মিনিটে রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মাহফুজার রহমান, আশরাফ আলী মন্ডল, আঃ আলিম, রহুল আমিন, মোশারফ, সজিব, মোকসেদ, আঃ রহমান, শাহাদাত, মুকুল মাস্টার, আনিসার রহমান, আলহাজ্ব নুরনবী, কুড়ানো সরদার, আলহাজ্ব আজা মন্ডল, ওবাইদুল, একরাম, ইমদাদুল, শাহিন ড্রাইভার, মিরাজুল, সিরাজুল, রেজাউল প্রমুখ। এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলা কর্মী এবং সকল স্তরের জনগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বগুড়া জেলার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ লতিফ মন্ডল মটর সাইকেল মাকার্য় ভোট চেয়ে বলেন, আমাকে আর একবার মটর সাইকেল মাকার্য় ভোট দিয়ে এরুলিয়া ইউনিয়নের সকল উন্নয়নমুলক কাজ করা সুযোগ দিন। তিনি আরও বলেন অত্র ইউনিয়নের সকল স্থানে আমি উন্নয়ন করার চেষ্টা করেছি, বাকি যে কাজটুকু অবশিষ্ঠ রয়েছে এবার নির্বাচনে জয়ী হলে তা সম্পূন্ন করব ইনশাআলাহ। অনুষ্ঠান শেষে এব দো-আ মাহফিলের আয়োজন করা হয়।