গোকুলে সম্ভব্য চেয়্যারমান পদপ্রাথী মিজানুরের পক্ষে শোডাউন অনুষ্ঠিত
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: গোকুল ইউ পির আগামী নিবার্চনে সম্ভব্য চেয়্যারমান পদপ্রাথী কারাবন্দী গোকুল ইউনিয়ন স্বেচ্ছসেবকদলের সভাপতি মিজানুর রহমান মিজানের পক্ষে গতকাল বুধবার শোডাউন অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোডাউনে গোটা ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডের গুরুত্বর্পূর্ণ বন্দর সমূহ প্রদক্ষিন করে গোকুল উ:পাড়া ছ’মিল বন্দরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে কারাবন্দী মিজানুর রহমান মিজানের নি:শর্ত মুক্তি দাবী করা হয়। সেই সাথে আগামী ইউপি নির্বাচনে তাকে প্রাথী হিসাবে দেখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।