গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট ও পোস্টার বিতরণ
সাহাব উদ্দিন রাফেল : গাইবান্ধা গোবিন্দগঞ্জে বিএনপি’র চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবীতে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে।
উপজেলার উপজেলা গেট থেকে লিফলেট ও পোস্টার বিতরণের উদ্বোধন করেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গোবিন্দগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন ,এসময় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট ও পোস্টার বিতরণ উদ্বোধনের সময় অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী থেকে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে সরকার। আইনী পক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি মিললেও আদালত সরকারের নিয়ন্ত্রনে থাকার কারণে বড় বাধাঁ হয়েছে নেত্রীর মুক্তি। আগামীর রাষ্ট্র নায়ক ও দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে বুকের রক্ত দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।