গড় মহাস্থান গ্রামের মাও: আমিনুর রহমানের পিতা আর নেই বিভিন্ন মহলের শোক
মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান গ্রামের ও মহাস্থান ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ সভাপতি, গোকুল কেন্দ্রী ঈদগাহ মাঠের ঈমাম, মোকামতলা জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাও: আমিনুর রহমানের পিতা সমাজ সেবক ও ইসলামী ব্যক্তিত্ব, গড় মহাস্থান উত্তরপাড়া ওয়ক্তিয়া মসজিদের ঈমাম মকবূল হোসেন প্রাং (৮০) ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার বাদ আছর নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না..রাজিউন)। সকাল ১১টায় হাজার হাজার লোকের উপস্থিতিতে নিজ বাস ভবনে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ছেলে,২মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযার ঈমামতি করেন তার দ্বিতীয় পুত্র আলহাজ্ব মাও: আমিনুর রহমান। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মহান আলাহ কাছে তার জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করেছেন শিবগঞ্জ উপজেলা সাবেক সংসদ সদস্য মাও: শাহাদাতুজ্জামান, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ইসলামী ব্যাংক মহাস্থান গড় শাখার ব্যবস্থাপক আইয়ূব আলী, মহাস্থান মাদ্রাসার অধ্যক্ষ মাও আব্দুলাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজমল হোসেন, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সহ সভাপতি শমসের নূর খোকন, সাধা: সম্পাদক আব্দুর রহিম সাজু, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, সাহিত্য সাংস্কৃতি সম্পাদক শাকিউল ইসলাম শাকিল, তথ্য প্রযুক্তি সম্পাদক সানাউল হক সানা, নির্বাহী সদস্য আব্দুল বাছেদ, সোহেল রানা, এস.আই শফিক, এস.আই সুমন, আজিজুল হক বিপুল, নুরনবী, শাফায়াত সজল, আবু সাইদ সহ মহাস্থান গড় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।