জাতীয় পার্টির কাজ বাংলাদেশকে সমৃদ্ধ করা — হুসাইন শরিফ সঞ্চয়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:57 PM, 29 September 2017

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক ও স্থানীয় সাংসদ পুত্র হুসাইন শরিফ সঞ্চয় বলেছেন, জাতীয় পার্টির আমলেই সারাদেশ জুড়ে তো বটেই বিশেষ করে উত্তরবঙ্গে রাস্তা-ঘাট সহ সকল প্রকারের উন্নয়ন ঘটেছে, যা আমরা ভুলে যাইনি এখনও। জাতীয় পার্টির কাজ বাংলাদেশের উন্নয়ন করা, জনগণের উন্নয়ন করা, বাংলাদেশকে সমৃদ্ধ করা। তাই আগামীতে জাতীয় পার্টির বিকল্প নেই। পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমরা বদ্ধ পরিকর। সেজন্য জননেতা হুসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে আমাদের সর্বদায় তৎপর থাকতে হবে। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইয়েরপুকুর বন্দর যুব সংহতি কমিটি গঠন উপলক্ষে বন্দর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপরোক্তকথাগুলো বলেন। মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, ছাত্রসমাজের আহবায়ক আজিজুল হক রাজু, সদস্য সচিব রাকিবুল হাসান, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব গোলাম মোস্তফা, ছাত্র নেতা মেহেদী হাসান, আনোয়ার হোসেন বাবু, মোহাম্মদ আলী, আজাদুল ইসলাম, শাহিনুর ইসলাম, রাহাত ফয়সাল, তাহিরুল ইসলাম পাপ্পু, মামুন সহ উপজেলা-ইউনিয়ন যুব সংহতি ও ছাত্রসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে সর্বসম্মতিক্রমে রবিউল ইসলামকে সভাপতি, মিষ্টার প্রামানিক কে সাধারণ সম্পাদক ও শ্রী মন্টু কুমার কে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আপনার মতামত লিখুন :