জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতশিমুলিয়ায় র‌্যালী ও মা সমাবেশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:39 PM, 04 February 2017

গাবতলী(বগুড়া) থেকে আতাউর রহমানঃ

গতকাল শনিবার বগুড়া সদরের সাতশিমুলিয়া বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে মা সমাবেশ অনুষ্ঠিত। বিদ্যালয়ের এস.এম.সি সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে শিক্ষারমান উন্নয়নসহ শতভাগ ছেলে মেয়ে স্কুলে ভর্তি বিষয়ে মায়েদের ভুমিকা শীর্ষক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ। এসময় প্রধান শিক্ষক আজমল হোসেন,ইউপি সদস্য তাজুল ইসলাম,সাবেক সভাপতি সাদেকুল ইসলাম,সাংাদিক মতিয়ার রহমান মতি,আতাউর রহমান,অভিভাবক ফেরদাউস,আবু সাইদ,আন্জুয়ারা,মমতাজ বেগম,ডাঃ সরওয়ার হোসেন,রবিউল ইসলাম,মিঠু মিয়া,মাহবুবুব রহমান,মানিক চন্দ্রসহ অভিভাবক কমিটির সদস্যবৃন্দ,সকল শিক্ষক/শিক্ষিকা ,ছাত্র/ছাত্রী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :