জাতীয় মসক নিধন সপ্তাহ উপলক্ষে সোনাতলা পৌরসভায় মসক নিধন উদ্বোধন
সংবাদ আজকাল ডেস্কঃজাতীয় মসক নিধন সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় আজ বগুড়া সোনাতলা পৌরসভায় মসক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় মসক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন, সোনাতলা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মিনহাদ্দুজামান লিটন,পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুু,এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যালেন মেয়র তাহেরুল ইসলাম তাহের,১ নং ওর্য়াড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, কাউন্সিল জহুরুল ইসলাম শেফা,ফজলুল হক বাবু,হারুনর রশিদ, তারিকুল ইসলাম,নাজিমউদ্দীন লাজু,মহিলা কাউন্সিল রোজিনা আকতার,ওসিয়া আকতার,সৈয়দা হামিদা প্রমূখ। এসময় মেয়র বলেন,সোনাতলা পৌরসভাকে মশামুক্ত করতে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। আপনারা আশেপাশে ঝোপঝাড়, টবের পানি জমতে দিবেন না।আমাদের পরিশ্রন্ন কর্মচারীরা দক্ষতার সহিত কাজ করছে, আপনারা তাদের কে সহযোগিতা করবেন।