জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন
গাবতলী (বগুড়া) থেকে আতাউর রহমান ঃ “জল আছে যেখানে মাছচাষ সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে (ইছামতি) গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউএনও মুহাঃ আহসান হাবিব। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, উপজেলা পুষ্টিবিদ মফিজুল ইসলাম, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাকী, যুগ্ম সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ সাব্বির হাসান, নির্বাহী সদস্য রায়হান রানা, সদস্য আতাউর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ হালিম, সদস্য নাছের মাহমুদ মানিক, উপজেলা মৎস্য দপ্তরের মাঠকর্মী বোরহান উদ্দিন প্রমূখ। সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হয়।