জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে শিবগঞ্জে আলোচনা সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়। স্বাস্থ্য সেবা উযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, কোর পত্র প্রকাশ, ভিডিও ডুকোমেন্টারী প্রদর্শন, পরিক্ষার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসকদ্বারা স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কমূসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা। উক্ত স্বাস্থ্য সেবা উদ্বোধন ও সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওঃ আলমগীর হুসাইন। এসময় উপস্থিত ছিলেন ডাঃ ছলিমুল্লাহ্ আকন্দ, ডা: দেলোয়ার হোসেন, মোস্তফা কবির, আনিছুর রহমান, রাবেয়া খাতুন, শারমিন রাবেয়া, শামিন, রুহুল আমিন, মাস্তুরী আক্তার, শিবগঞ্জ শিল্পকলা একাডেমির পরিচালক সাহাব উদ্দীন শিবলীসহ প্রমূখ। ১৬ এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এবারের স্বাস্থ্য সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো “স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার”। সভাপতির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদের গ্রামে গ্রামে থেকে মানুষকে চিকিৎসা প্রদানে উৎসায়িত করতে সরকার নিরলশ প্রসায় চালাচ্ছে। আমরা চাই চিকিৎসকরা গ্রামে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবে। ডাঃ ছলিমুল্লাহ আকন্দ বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিকল্পনার আলোকে বর্তমান সরকার জনগনের দ্বারে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে নানা মুখি কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।