ঝিকরগাছায় দুর্গাপূজা উপলক্ষ্যে ত্রাণ বিতরণ
মিঠুন সরকার, ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি:
মঙ্গলবার(১ অক্টোবর) যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে ৫২ টি মন্দিরে ত্রাণ কার্য(চাল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুর ২ টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব) ডাঃ মোঃ নাসির উদ্দিন এ ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ” বর্তমান সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। দুর্গাপূজা চলাকালীন সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারের প্রশাসনের কর্মকর্তারা সব সময় সজাগ, যে কোনো সমস্যায় প্রশাসনের সহায়তা নেয়া এবং সম্প্রীতির বন্ধন বজায় রাখতে নৌকা মার্ক তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনের ঐক্কবদ্ধতা একান্ত জরুরি ।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ দাস সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ।