আব্দুল কাদের জিলানী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নিখোঁজের ৫দিন পরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সাহাব উদ্দীন নামের এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকালে ঐ ইউনিয়নের বলতলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের গম ক্ষেত থেকে সাহাব উদ্দীনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা।

নিহত সাহাব উদ্দীন বড় বালিয়া ইউনিয়নের জোদ্দারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক সল্টুর ছেলে। সে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সেই সাথে একজন প্রতিবন্ধীও।বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম মুক্তি জানান, বিকালের দিকে নুরুল ইসলামের গম ক্ষেতে স্থানীয় লোকেরা সাহাব উদ্দীনের মরদেহ দেখতে পেলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পারিবারি সূত্রে যানা যায়, গত ১১ মার্চ থেকেই সাহাব উদ্দীন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পরেও তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকেরা। পরে ১৫মার্চ বিকালে স্থানীয় লোকেরা তার মরদেহ দেখতে পায় গম ক্ষেতে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি অপারেশন গোলাম মুর্তজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুটির মৃত্যুর কারন যানা যাবে।