ঠেঙ্গামারায় সড়ক দুর্ঘটনায় লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ সহ দুই জন আহত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:22 PM, 26 April 2016

 

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদরের ঠেঙ্গামারায় সড়ক দুর্ঘটনায় লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি:আপেল মাহমুদ সহ দুই জন আহত, হাসপাতালে ভর্তি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আপেল মাহমুদ বগুড়া সদর উপজেলা থেকে তার এক সঙ্গী সহ মটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা রফাতুল­াহ্ কমিউনিটি হাসপাতালের সামনে পৌছলে পেছন দিক থেকে একটি মিনিবাস মটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে মটরসাইকেল আরোহী চেয়ারম্যান তার সঙ্গী সহ রাস্তার ধারে ছিটকে পড়ে আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রফাতুল­াহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করে দেয়। ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ হাতে ও পায়ে আঘাত প্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা শেষে বিকালে আপেল মাহমুদকে হাসপাতল থেকে রিলিজ দিলে ও তার সঙ্গী সাতশিমুলিয়া গ্রামের নছির উ্িদ্দনের পুত্র মিটুন গুরুত্বর আহত হওয়ায় হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে লাহিড়ীপাড়া এলাকার লোকজন তাদের কে দেখার জন্য হাসপাতালে ভীড় জমায়।

আপনার মতামত লিখুন :