ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ
সাহাব উদ্দীন রাফেল ,স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ সাত বছর পর, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় এর উদ্বোধন করছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সঠিক এবং নতুন নেতৃত্বের আশায় ঢাকা সোহরওয়ার্দী তে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলনে চলছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন মুখ- এমন সংকেত দিয়েছেন দলটির সিনিয়র নেতারা । এক্ষেত্রে উত্তরের সভাপতি এবং দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্ল্যেখ্য ,সর্বশেষ ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তখন ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় এ কে এম রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।